parbattanews

খাগড়াছড়ি ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করেছে মেয়র রফিকুলের সমর্থকরা, আহত ৩

img_20161211_224311
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল সভাপতি আনিসুল আলম অানিকসহ ৩ জনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। রোববার রাত ৮টার দিকে খাগড়াছড়ি শহরের মুসলিমপাড়া এলাকায় জেলা খাদ্য গুদামের সামনে তাদের উপর হামলা চালানো হয়।

হামলায় আহতরা হলেন, খাগড়াছড়ি সরকারি কলেজ সভাপতি আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম পারভেজ। আহতরা সবাই খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হামলায় আহত খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল সভাপতি আনিসুল আলম অানিক জানান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের মুসলিমপাড়ার ভাড়া বাসা থেকে বের হয়ে বাজারে আসার সময় জেলা খাদ্য গুদামের সামনে এলে মনির, দেলোয়ার ও লিটনসহ মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনীর ১৫-২০ জন দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম পারভেজের উপর হামলা চালায়। পারভেজের চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে আমাদের উপর আক্রমণ করে।

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জানান, মেয়রের ক্যাডাররা আমাদের দেশীয় অস্ত্র আঘাত করার পাশাপাশি কিলঘুষি মারতে থাকে। এসময় আমার মানি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদেরসহ তাদের গডফাদারদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মারামারি একটি ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ গিয়েছে। অভিযোগ এলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি  মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান।

Exit mobile version