parbattanews

খাগড়াছড়ি জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিক্ষা মেলার সমাপন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীন উদ্ভাস্ত পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্ঠায় সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের পরিবেশ সৃষ্টি হয়েছে। সে পরিবেশকে কাজে লাগিয়ে শিক্ষাসহ সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে।

সোমবার (১২মার্চ) বিকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিক্ষা মেলার সমাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কশা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শামসুল তাবরীজ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Exit mobile version