খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলা পূর্ণ লক ডাউন

fec-image

মহামারী করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ খাগড়াছড়ি জেলা লকডাউন ঘোষণা করেছে। এছাড়াও একইসাথে জেলার ৮টি উপজেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

উপজেলাগুলো হলো: পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, দিঘীনালা, মানিকছড়ি, লক্ষীছড়ি ও খাগড়াছড়ি সদর। জেলার একমাত্র উপজেলা গুইমারা লকডাউন সম্পূর্ণ মুক্ত অবস্থায় আছে।

রবিবার সকালে করোনা বিষয়ক সরকারী ওয়েব সাইট https://corona.gov.bd/ এ প্রদত্ত তথ্যে এ খবর জানা গেছে। তবে স্থানীয়ভাবে প্রশাসন এখনো লকডাউন ঘোষণা করেনি। এ নিয়ে জেলার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি এখনো কিছু জানিনা এবং আমার কাছে কোনো তথ্য নেই। যাদের ওয়েব সাইটে দেখাচ্ছে তাদেরকেই প্রশ্ন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, লকডাউন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন