parbattanews

খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে গঠিত কমিটির কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির আহ্বায়ক মানিক লাল বণিকের  নেতৃত্বে কমিটির অপর সদস্যরা বুধবার (৮ অক্টোবর) জেলা পরিষদে নিয়োগ কমিটির সদস্যদের মুখোমুখি হন এবং নিয়োগ সংশ্লিষ্ট কাগজপত্র দেখেন।

কমিটি অপর দুই সদস্য হলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. আনোয়ারুল হাকিম ও  জ্যেষ্ঠ সহকারী সচিব মকিমা বেগম।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অধীন প্রাথমিক শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অভিযোগে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠনের জন্ম হয়।

এ কমিটি জেলা পরিষদ ঘেরাও ও হরতালসহ  নানা কর্মসূচি ঘোষণা করে। এমন পরিস্থিতিতে ১৯ সেপ্টেম্বর অভিযোগ তদন্তের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে গঠিত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

Exit mobile version