খাগড়াছড়ি জেলা যুবলীগের সহ-সভাপতিকে দল থেকে বহিস্কার
জেলা সংবাদদাতা, খাগড়াছড়ি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের খাগড়াছড়ি জেলা যুবলীগের সহ-সভাপতিকে জেলা আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ কর্তৃক দল থেকে বহিস্কার করার খবর পাওয়া গেছে।
জানা যায় রবিবার সকাল ১০টায় জেলা দলীয় কার্যালয়ে জেলা যুবদল সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে এক জরুরী আলোচনা সভায় দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে জেলা যুব দলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান হেলালকে দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বহিষ্কৃত মেহেদী হাসান হেলাল পার্বত্য নিউজকে জানান, একজন বাঙ্গালী হিসেবে বাঙালীর অধিকারের পক্ষে মিছিল মিটিং করার অধিকার আমার রয়েছে। আমাকে কোন নোটিশ না দিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুন রবিবার পার্বত্য ভূমি কমিশনের সংশোধনী ধারা বাতিলের দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা সরকার বিরোধী হরতালে মেহেদী হাসান হেলালের নেতৃত্বে একটি মিছিল থেকে খাগড়াছড়ি মহাজন পাড়াস্থ এক চাকমা মালিকানাধীন খাগড়াছড়ি গেস্ট হাউজ নামে এক হোটেলসহ কয়েকটি দোকানে হামলা চালানোর অভিয়োগ করা হয়। এতে খাগড়াছড়ি গেস্ট হাউজের মালিক সুমেধ চাকমা হেলালকে ১ নং আসামী করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করে।
এটি কয়েকটি প্রিন্ট ও ইল্টেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হলে, জেলার দলীয় নেতারা বিশেষ সভায় একমত হয়ে দলীয় শৃংঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হওয়ায়,গঠনতন্ত্রের২২(ক) ধারা মোতাবেক দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয় । উক্ত আলোচনা সভায় জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রনবিক্রম ত্রিপুরা,জেলার সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম ও জেলা আওয়ামী যুবলীগ ও অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



















হেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাঙ্গালীদের পক্ষে কথা বলার জন্য। দেশবিরোধী চুক্তি যারা করে তাদের দল ত্যাগ করে বাঙ্গালীদের পক্ষে কথা বলূন সামনে এর চেয়েও বড় নেতা আপনি হতে পারবেন বলে মনে করি।
Jubodal/Jubolegue?