parbattanews

পুনর্গঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যের দায়িত্ব গ্রহণ

চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বে ১৫ সদেস্যের পুনর্গঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিভিল সার্জেন্ট নুপুর দাশ, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগীয় প্রধান, সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে এ সময় সদ্য বিদায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত না থাকলেও পরিষদের সাবেক চার সদস্য জুয়েল চাকমা, মোঃ জাহেদুল আলম, সতীশ চন্দ্র চাকমা ও নিগা সুলতানা উপস্থিত ছিলেন।

গত ১০ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা মংসুইপ্রু  চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিষদ পুনর্গঠনের কথা জানানো হয়। এর আগে ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্গঠিত ফাইলে অনুমোদন দেন।

Exit mobile version