parbattanews

খাগড়াছড়ি পুনাক’র উদ্যোগে ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম’র সহ-ধর্মিণী এবং পুনাক’র সভানেত্রী রেহানা ফেরদৌসী’র উদ্যােগে খাগড়াছড়ি জেলা শহরের শতাধিক ভবঘুরে, পথশিশু, বাস্তুহারা, ছিন্নমূল, দুস্থ, অসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ করা হয়। এ সময় উন্নতমানের খাবার পেয়ে ক্ষুধার্তদের মাঝে চোখে-মুখে আনন্দাশ্রু ঝরতে দেখা যায়।

জানা যায়, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম’র সহ-ধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী কয়েকদিন পূর্বে নিজের জন্মবার্ষিকীতে কোন অতিথিকে আপ্যায়ন না করে মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে জন্মদিন পালন করে খাগড়াছড়ি জেলায় এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ খাগড়াছড়ি জেলা শহরের শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র খাগড়াছড়ি জেলা সভানেত্রী রেহানা ফেরদৌসী জানান, খাগড়াছড়ি পুনাক আত্মমানবতার সেবায় সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে আসছে। মানুষের কল্যাণে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । এরই ধারাবাহিকতায় পাহাড়ের ভবঘুরে, পঙ্গু ছিন্নমূল, ভিক্ষুক, পথ শিশু, বাস্তুহারা, দুস্থ ও অসহায় ক্ষুধার্ত শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ধারা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Exit mobile version