খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

fec-image

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ‘২০ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

এ সময় বক্তারা নিয়মিত পাঠদানে পুলিশ লাইন্স হাই স্কুল অনন্যা ভূমিকা রাখছে উল্লেখ করে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি নব বিক্রম কিশোর ত্রিপুরা স্কুলের জন্য ১ লক্ষ টাকা অনুদানসহ একাডেমিক ভবন সম্প্রসারণ কাজে সহযোগিতার আশ্বাস দেন।

পুলিশ সুপার ও স্কুলের নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রীড়া, খাগড়াছড়ি, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন