parbattanews

খাগড়াছড়ি রামগড়ের বীর মুক্তিযোদ্ধার করোনায় মৃত্যু, নতুন আক্রান্ত আরো ১৭ জন

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা পুপলার হাসপাতালের আইসিইউ-তে মারা গেছেন খাগড়াছড়ির রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনসুর আহাম্মদ(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ৯টায় তিনি মারা যান বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে ১১ পুলিশ সদস্য‘সহ আরো ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ শত ৮৮ জন। এর মধ্যে পুলিশ সদস্য ৯০ জন ও স্বাস্থ্য কর্মী ১৭ জন। তবে এর মধ্যে ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, ফুসফুস ও কিডনি‘সহ শারীরিক নানা সমস্যায় নিয়ে গত ২১ জুন খাগড়াছড়ির রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনসুর আহাম্মদকে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার করোনা নমুনা সংগ্রহ করা হয়। ২৩ জুন তার শরীরের করোনা প্রজেটিভ ধরা পড়লে তাকে পুপলার হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়। সেখানে অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

মৃত্যুকালে তার বষয় হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রিয় মর্যাদায় মরহুমকে রামগড় কেন্দ্র কবরস্থানে দাপন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Exit mobile version