parbattanews

খাগড়াছড়ি সদর জোনের চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি জেলা সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘাসবন আর্মি ক্যাম্পে তিন শতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবহিনী।

রবিবার (১৯ মে) পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে বাঙ্গালি এবং পাহাড়ি জনগোষ্ঠীর লোকজনরা চিকিৎসা সেবা নিতে অংশগ্রহণ করেন।

মেডিক্যাল ক্যাম্পেইনে খাগড়াছড়ি এমডিএস এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ফাহমিদ হাসান এবং ঘাসবন আর্মি ক্যাম্পের কমান্ডার লে. মোহাম্মদ মাশরুর এলাহী উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন সেনা কর্তৃপক্ষ।

ক্যাম্প কমান্ডারের সাথে একান্ত সাক্ষাতে জানা যায় এ ধরণের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়ি সদর জোন কর্তৃক ভবিষ্যতেও পরিচালিত হবে।

মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Exit mobile version