parbattanews

খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার কর্তৃক গরীব ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে বসবাসরত দরিদ্র  জনগোষ্ঠীর উন্নয়নের জন্য অসহায় এবং দরিদ্র পরিবারকে সাবলম্বী করতে নিরাপত্তাবাহিনী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। সেই ধারাবাহিতায় খাগড়াছড়িতে সদর জোনের জোন কমান্ডার কর্তৃক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১০টায় সদর জোনে দরিদ্র পরিবারের সদস্যদের হাতে সেলাই মেশিন তুলেদেন সদর জোন কমান্ডার লে. কর্নেল জি এম সোহাগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম।

সেলাই মেশিন পেয়ে অসহায় পরিবারগুলো অত্যন্ত আনন্দিত হয়।

এসময় তারা জানান, সেলাই মেশিন পেয়ে তাদের ঈদের আনন্দ পরিপূর্ণ হয়েছে। ভবিষ্যতে এ সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে তারা তাদের পরিবারকে সাবলম্বী করে তোলার চেষ্টা করবেন বলেও জানান।

ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতেই এ সময় দরিদ্র পরিবারগুলোর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে বলে জানান, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার জি এম সোহাগ। তিনি আরও বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাবলম্বী করতে নিরাপত্তাবাহিনীর অত্র জোন সর্বদা চেষ্টা করে এসেছে। সেলাই মেশিনের মাধ্যমে সেলাই করে পরিবারগুলো যেনো তাদের দারিদ্রতা দুরকরে সাবলম্বী হতে পারে তিনি এ কামনাও ব্যক্ত করেন।

Exit mobile version