খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন বিষয়য়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন বিপন খীসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। পাহাড়ে বসবাসরতদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন। তাই জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেনোতেনোভাবে নয়, উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এজন্য শিক্ষক এবং অভিভাবকসহ সকলকে এগিয়ে আসতে হবে।পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।