parbattanews

খাগড়াছড়ি হাসপাতাল আইসোলেশনে মারা যাওয়া আনসার সদস্য করোনা পজিটিভ

খাগড়াছড়িতে এক সপ্তাহ আগে মারা যাওয়া আনসার সদস্য করোনা পজিটিভ। এটি খাগড়াছড়ি জেলায় প্রথম করোনা আক্রান্তে মৃত্যুর ঘটনা।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।

তিনি জানান, খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লা টিলা ৩৭ আনসার ব্যাটালিয়নের সদস্য মফিজুল ইসলাম গত ১২ জুন “জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হলে পরের দিন সকাল ৮টায় তার মৃত্যু হয়।

তার করোনা নমুনা সংগ্রহ করে পাঠানো হলে শনিবার(২০ জুন) ফলাফল পজিটিভ আসে।

তিনি আরো জানান, এ রোগী হাসপাতালে দেরীতে এসেছে। নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসে।তিনি হৃদরোগের রোগী এবং শ্বাসকষ্ট নিয়ে পুর্বেও কয়েকবার ভর্তি হয়েছিলেন।

আরো জানান, নমুনা রিপোর্ট দেরীতে আসার কারণে রোগিদের চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। দ্রুত রিােপর্ট পাওয়া গেলে চিকিৎসা দিতেও সুবিধা হতো।

এদিকে খাগড়াছড়ি জেলায় বর্তমানে(২০ জুন পর্যন্ত) করোনায় আক্রান্তের সংখ্যা ১২৫ জন। আক্রাান্তদের মধ্যে পুলিশ সদস্যের সংখ্যা ৫২ জন। তবে করোনা জয়ী হয়েছেন ৩৪ জন।এ পর্যন্ত ১৫‘শ ৮০ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ১১‘শ ৭১ জনের।

Exit mobile version