বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য

খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে

fec-image

দেশে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
টানা ১০ মাস পর খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নেমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। আগের মাসে যা ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।
২০২৫ সালের ফেব্রুয়ারি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। যা জানুয়ারি ২০২৫ সালে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। ফেব্রুয়ারি ২০২৪ সালে ছিলো ৯ দশমিক ৬৭ শতাংশ।
এছাড়া খাদ্য মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে ৯ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে। যা ২০২৪ সালের ফেব্রুয়াতে ছিল ৯ দশমিক ৪৪ শতাংশ।
প্রসঙ্গত, গত ছয় মাসে চাল, আলু, পেঁয়াজ, মাছ-মাংস, ডিম ইত্যাদির দাম বেড়েছে। ২০২৪ সালে জিনিসপত্রের দাম নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগেছে। গরিব ও সীমিত আয়ের মানুষের সংসার চালানোই তাতে কঠিন হয়ে পড়েছে

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন