খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় কর্নেল অলি


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ ফিরোজায় যান।।
রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এ উপলক্ষে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি। এ বিষয় জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শুনেছি সাক্ষাৎ করতে এসেছেন। এখন কর্নেল অলি বাসায় আছেন।
বিএনপির দলীয় সূত্র জানায়, দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে।
ঘটনাপ্রবাহ: কর্নেল অলি
Facebook Comment