খালেদা জিয়াকে ইউনাইটেডে ভর্তির দাবিতে বান্দরবান বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপির বিবদমান দু-গ্রুপ।

বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী ম্যামাচিং’র নেতৃত্বে জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষারসহ নেতৃবিন্দ স্মারকলিপি প্রেরণ করেন।

একই দাবিতে বিএনপির অন্য গ্রুপ বিএনপির সাবেক সভাপতি সাচিং প্রু জেরী’র নেতৃত্বে অতিরিক্তি জেলা প্রশাসক মফিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রেরণ করেছেন। এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সহ-সভাপতি আবদুল কুদ্দছ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা বলেন, সরকার আজীবন ক্ষমতায় থাকতে অসুস্থ হওয়ার পরও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে কারাগারে আটকিয়ে রেখেছে। আমরা আজকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অভিলম্বে আমাদের নেত্রী খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছি।

তারা আরও বলেন, আমরা সরকারকে বলে দিতে চাই, দেশনেত্রীর কিছু হলে এর দায়-দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে রয়েছেন। সর্বশেষ খালেদা জিয়াকে কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন