parbattanews

খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র মুক্তি পাবে: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি জেলা তাঁতী দলের নির্বাহী কমিটির প্রতিনিধি সভা

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, ভোটারবিহীন সরকার মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়াকে জোর করে কারাগারে আটক করে রেখেছে।

তিনি রবিবার (২৫ আগস্ট) খাগড়াছড়ি জেলা তাঁতী দলের নির্বাহী কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খাগড়াছড়ি জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, কাজী রেজাউল করিম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।

বেগম জিয়ার মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের মুক্তি পাবে বলে এ সময় মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

Exit mobile version