বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

খেলাধুলা ও প্রতিযোগিতা শিশু কিশোরদের মানসিক-শারীরিক বিকাশ ঘটায়: ব্রি. জে. শরীফ আমান হাসান

fec-image

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে স্টেডিয়ামে জেলার সুনামধন্য এ শিক্ষাপীঠের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বিভিন্ন জাতি-গোষ্ঠীর সম্প্রীতি নৃত্য, প্যারেড, চকলেট দৌড়, বড়দের দৌড়, বালিশ ও বেলুন খেলা, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন খেলাধুলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান অনুষ্ঠানের উদ্বোধন ও অনুষ্ঠান উপভোগ শেষে পুরুস্কার বিতরণ করেন।

 

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান বলেন, খেলাধুলা ও প্রতিযোগিতা শিশু কিশোরদের মানসিক-শারীরিক বিকাশ ঘটায়। তিনি এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত রাখার আহবান জানান।

এসময় রিজিয়ন বমান্ডারের সহধর্মিনী মিসেস ফারজানা আক্তার চৌধুরী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম, সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ও খাগড়াছড়ি রিজিয়নের ভারপ্রাপ্ত জিটুআই ক্যাপ্টেন মাজাহারুল ইসলাম অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন