খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন আফ্রিদির

fec-image

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ। আজ (শনিবার) চলছে চতুর্থ দিনের খেলা। এরই মাঝে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি বড় সুসংবাদ পেয়েছেন। শাহিন ও আনশা আফ্রিদির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। যদিও এই সময়ে স্ত্রীর পাশে থাকতে পারেননি এই তারকা। পরে চলমান টেস্টের প্রথম উইকেট পেয়ে তিনি সেটি উদযাপনও করেছেন।

শাহিন আফ্রিদির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর পর থেকে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই দম্পতি। জানা গেছে, আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করা হয়েছিল। সে অনুসারেই নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাহিন-আনশা।

সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান ও জিও নিউজ বলছে, শহীদ আফ্রিদির ক্রিকেট পরিবার এই আনন্দের সংবাদে উচ্ছ্বসিত। দ্বিতীয় মেয়ে আনশার ঘর থেকেই পেলেন প্রথম নাতিও। শাহিন আফ্রিদি বর্তমানে দুই টেস্টের সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন। এই ম্যাচ শেষ হলেই তিনি করাচিতে স্ত্রীর কাছে উড়াল দিতে পারেন। এরপর দ্বিতীয় টেস্টের (৩০ আগস্ট) আগেই ফের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে, চলতি টেস্টে নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারছেন না এই বাঁ–হাতি পেসার। যদিও আজ চতুর্থ দিনে এসে দুই উইকেট তুলে বাংলাদেশের লাগামে টান দিয়েছেন কিছুটা। প্রথম উইকেটে হাসান মাহমুদকে ফিরিয়ে ছেলে সন্তানের আগমনের উদযাপন করেন শাহিন। দুই হাত দুলিয়ে সন্তানকে কোলে নেওয়ার মতো উদযাপন করেন। পরে সেঞ্চুরির পথে থাকা মেহেদী হাসান মিরাজকেও আগা সালমানে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি।

সবমিলিয়ে ৩০ ওভারে ৮৮ রানের বিনিময়ে শাহিন ২ উইকেট নিয়েছেন। তবে বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই আছে। প্রথম ইনিংসে স্বাগতিক পাকিস্তানের করা ৪৪৮ রান পেরিয়ে বাংলাদেশ লিড নিয়েছে ১১৭ রানের। টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৯৩ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। এ ছাড়া সাদমান ইসলাম ৯৩, মিরাজ ৭৭, লিটন দাস ৫৫ এবং মুমিনুল হক ৫০ রান করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন