parbattanews

খেলা দেখে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে একজন নিহত

ফাইল ছবি

কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পথে কক্সবাজার চকরিয়ায় বন্যহাতির আক্রমণে হাফেজ মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই আবাসন এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

জানা গেছে, সোমবার ভোরে স্থানীয়রা কক্সবাজার মহাসড়কের পাশে পাহাড় সংলগ্ন খালি জমিতে এক ব্যক্তির মরদেহ দেখতে পাই। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাটি বনবিভাগকে জানালে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কৈয়ারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস সাঈদি জানান, সম্ভবত বাড়ির পার্শ্ববর্তী বানিয়ারচড়া স্টেশনে বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল সাইফুল। বাড়ি ফেরারপথে হাফেজ সাইফুল ইসলাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন নলবিলা বন বিটের সংরক্ষিত বনে অবস্থান করা বন্যহাতির আক্রমণে শিকার হয়ে তিনি নিহত হয়েছেন।

নলবিলা বনবিটের স্টেশন কর্মকর্তা অবনি কুমার রায় হাতির আক্রমণে সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলেন, স্থানীয়রা কক্সবাজার মহাসড়কের পাশ্বোক্ত খালি জমিতে সাইফুলের মৃতদেহ দেখে বিষয়টি বনবিভাগ ও থানা পুলিশকে অবগত করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version