খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই, ইফতারেও অংশ নিই: মমতা বন্দ্যোপাধ্যায়


পশ্চিমবঙ্গের হুগলিতে অবস্থিত ফুরফুরা শরিফে ইফতারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৭ মার্চ) ফুরফুরা শরিফে ইফতার মজলিসে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতারের আগে মুখ্যমন্ত্রী বলেন, মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে এলেই আমাকে নিয়ে প্রশ্ন ওঠে কেন। আমিতো সব ধর্মীয় প্রতিষ্ঠানেই যাই। আমি যখন দুর্গাপূজা করি বা কালী পূজা করি তখন তো এই প্রশ্ন করেন না।
তিনি বলেন, আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, তেমনি আমি ইফতারেও অংশ নিই। একইভাবে আবার পাঞ্জাবীদের ধর্মস্থান গুরুদুয়ারাতেও যাই, গুজরাটিদের ডান্ডিয়া, হোলিতেও অংশ নিই। কই তখন তো প্রশ্ন ওঠে না। আমি মনে করি, বাংলার মাটি সম্প্রীতির মাটি।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে সব ধরনের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন মমতা। সেই মোতাবেক ফুরফুরা শরিফে ইফতারে অংশ নেন মমতা। তবে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে গত কদিন ধরেই তাকে নিশানা করে চলেছে বিজেপি।