parbattanews

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবী 

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙা:
শোকাবহ আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের বিভীষিকার কথা তুলে ধরে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতিও দাবী করেন বক্তারা।
মাটিরাঙা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী।মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মাটিরাঙা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মনছুর আলী, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সবাপতি এমএম জাহাঙীর আলম, মাটিরাঙা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙা উপজেরা যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খন্দকার এবং মাটিরাঙা পৌরসভার কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন,
২৫ মার্চ মুয়াজ্জিনের আজানে বা পাখির ডাকে মানুষের ঘুম ভাঙেনি। পাক বাহিনীর নির্বিচার গণহত্যার মাধ্যমে সে রাতে আমাদের ঘুম ভাঙে। তিনি বলেন, এতো বড় গণহত্যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। বিভীষিকাময় এ রাতে লাখো বাঙালী প্রাণ হারিয়েছে।
মাটিরাঙা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙা পৌর আওয়ামীলীগের সবাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Exit mobile version