গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১৭৯০

fec-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮৮ জনে। একই সময়ে এক হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন করোনা রোগী শনাক্ত হলো।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় নতুন করে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫৪।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, স্বাস্থ্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন