গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

ফাইল ছবি
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৩১৮২ জনের। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩০৫০ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলেন ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। আজ (১৪ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গতকাল রবিবার (১৩ জুন) করোনায় ৪৭ জনের মৃত্যু হয়। এ ছাড়া শনাক্ত হয় ২৪৩৬ জন। এই হিসাবে আজ মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনার নমুনা টেস্ট করেন ২০৬০২ জন। আজ সুস্থ হয়েছেন ২৫৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।
ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস
Facebook Comment