parbattanews

গরিব বাঙালি যুবককে খাগড়াছড়ি জোনের চিকিৎসা বাবদ অনুদান

প্রেসবিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে এক গরিব বাঙালি যুবককে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করেছে খাগড়াছড়ি সদর জোন সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) উপজেলার দমদম গ্রামের মো: আব্দুল জলিলের পুত্র মো: সাগরের হাতে এ অনুদান তুলে দেন খাগড়াছড়ি সদর জোনের জেডএসও মেজর মো: সোহেল আলম।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় ভাঙা তাঁর ডান পায়ের চিকিৎসা অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। অনুদান পেয়ে সাগর খাগড়াছড়ি সদর জোনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্থের অভাবে আমার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। খাগড়াছড়ি সদর জোনের এই অনুদান পেয়ে আমার চিকিৎসা পুনরায় শুরু করব তাই আমি আজ আনন্দিত।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সপ্রীতির বন্ধনকে দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও জোন সদর কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

Exit mobile version