parbattanews

গরীব বাঙালি মেয়ের বিয়েতে খাগড়াছড়ি জোনের আর্থিক অনুদান প্রদান 

খাগড়াছড়ির গরীব বাঙালি নারীর এতিম নাতনী নুরজাহান বেগমের বিয়ের জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করেছে খাগড়াছড়ি সদর জোন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সদর জোনের পক্ষ থেকে তাকে এ অনুদান প্রদান করা হয়। মহিলার নাতনী এতিম এবং আগামী ১৩ জানুয়ারি ২০২০ তারিখ তার বিয়ের দিন ধার্য্য করা হয়েছে।

অনুদান প্রাপ্তিতে উক্ত মহিলা খাগড়াছড়ি সদর জোনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্থের অভাবে আমার নাতনীর বিয়ে সম্পন্ন করা প্রায় অসম্ভব ছিল। খাগড়াছড়ি সদর জোনের এই অনুৃদান প্রাপ্তিতে আমার নাতনীর শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। এ জন্য অত্যন্ত আনন্দিত।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খাগড়াছড়ি সদর জোন তার দায়িত্বপুর্ণ এলাকায় অসহায় এবং গরীব মানুষের পাশে থেকে নিয়মিত অনুদান এবংসহায়তা প্রদান করে আসছে।

জোন কমান্ডার আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও জোন সদর কর্তৃক এ ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Exit mobile version