parbattanews

গরুর মাংসের ভর্তা বানানোর পদ্ধতি

গরুর মাংস দিয়ে সাধারণত কোরমা, কালিয়া, কাবাব, বিরিয়ানি জাতীয় খাবার তৈরি করা হয়। তবে যারা একটু হালকা ধরনের খাবার খেতে ভালোবাসেন তারা চাইলে তৈরি করতে পারেন গরুর মাংসের সুস্বাদু ভর্তা।

চলুন জেনে নেয়া যাক গরুর মাংসের ভর্তা যেভাবে বানাবেন-

উপকরণ:

*রান্না করা গরুর মাংস আধা কাপ
*পেঁয়াজ কুচি ১ কাপ
*১ টেবিল চামচ
*আদা কুচি ১ টেবিল চামচ
*শুকনা মরিচ ২টি
*ধনিয়াপাতা কুচি দেড় টেবিল চামচ
*টালা জিরার গুঁড়া আধা চা চামচ
*সরিষার তেল ১ টেবিল চামচ
*সয়াবিন তেল ১ টেবিল চামচ
*লবণ স্বাদ মতো

ভর্তা বানানোর পদ্ধতি: রান্না করা মাংস হাত দিয়ে ছিঁড়ে নিন। শুকনা মরিচ মচমচে করে ভেজে নিন। প্যানে সয়াবিন তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি ও ১ টেবিল চামচ আদা কুচি নরম করে ভেজে নিন। বাদামি রঙ চলে আসলে নামিয়ে নিন। একটি প্লেটে লবণ ও সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ভেঙে নিন। একে একে বাকিসব উপকরণ মিশিয়ে বানিয়ে ফেলুন মজাদার গরুর মাংসের ভর্তা।

Exit mobile version