গরু ছিনতাইকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গরু ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা ও পেরী গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত সিরাজুল ইসলাম (৬০), সোহেল (২৭), পিপুল (২৩), রাইসুল ইসলাম (৩৫), হৃদয়কে (২৩)ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুগুলো চোরাই গরু হবে। আর তা নিয়েই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। বিষয়টির তদন্ত চলছে।’
স্থানীয়রা জানান, শনিবার সকালে পেরী গ্রামের হাদিস মিয়ার বাড়ির পাশে বেশকিছু গরু বাঁধা থাকতে দেখেন এলাকার লোকজন। পরে সেখান থেকে দুটি গরু নিয়ে যায় পার্শ্ববর্তী চেংজানা গ্রামের লোকেরা। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে- তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের কথা শুনেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও গরুগুলোর মালিকানা নিয়ে তদন্ত চলছে।