গর্জনিয়ার লোহারঝিরি মার্মা পাড়ার ঘরে ঘরে খাদ্যশস্য পৌঁছে দিলেন আল নজির ফাউন্ডেশন


রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের একমাত্র উপজাতীয় পল্লী লোহারঝিরি মার্মা পাড়া। করোনাভাইরাস এর কারনে ওরা কর্মহীন ও ঘরবন্দী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তায়নের লক্ষে সরকারের পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন আল নজির ফাউন্ডেশন।
সোমবার (২০ এপ্রিল) মার্মা পাড়ায় বিকাল ৩টার সময় বৌদ্ববিহারের মাঠে আল নজির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান নিজেই উপস্থিত থেকে সকল পাড়াবাসীকে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।
উপজাতীয় পল্লীর ঘরে ঘরে খাদ্যশস্য পৌছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান উক্ত পাড়ার কারবারী আচিং থোয়াই মার্মা।
তিনি আরো বলেন এই দুর্যোগময় মুহুর্তে আল নজির ফাউন্ডেশন এর সহযোগিতা পাড়াবাসী আজীবন মনে রাখবেন।
আল নজির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান বলেন, রামু উপজেলার গর্জনিয়া বড়বিল অবস্থিত আল নজির ফাউন্ডেশন। জাতী ধর্ম বর্ন নির্বিশেষে দীর্ঘকাল যাবৎ কাজ করে যাচ্ছে। তার মরহুম পিতা মাওলানা নজির আহমদের আত্বার শান্তির জন্যই এই ফাউন্ডেশন। অন্যকোনো কিছু নয়।
তাছাড়া প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আমার ছোট ভাই আল্লামা ড. শাইখ মো. হারুন আজিজি নদভী। তিনি বলেন আল্লাহ রহমতে সকলের দোয়ায় এই ধারাহিকতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বৌদ্ব বিহার অধ্যক্ষ, পাড়া প্রধান আচিং থোযায়াই মার্মা , মাওলানা ওবাইদুর রহমান প্রমুখ।