গর্জনিয়া বাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ সেই শিশু মারা গেছে

রামুর কচ্ছপিয়া ইউনিয়নস্থ গর্জনিয়া বাজারে গেল ১৪ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু আয়াত উল্লাহর (১৪) মৃত্যু হয়েছে।
রোববার (১৯ মার্চ) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার বাড়ি গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি গ্রামে। বাবার নাম মৃত আবু হান্নান।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মাসুদ রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিদগ্ধের পর থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ শিশুটির পাশে ছিল। যেন তার চিকিৎসায় ঘাটতি না পড়ে। তিনি নিজেও ২৭ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, গর্জনিয়া বাজার, শিশু
Facebook Comment