parbattanews

গর্জনিয়া বাজারে দিনদুপুরে শিক্ষককের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে এক শিক্ষকের উপর দিনদুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হন মো. মহিউদ্দিন নামে এক শিক্ষক।

আহত মহিউদ্দিন ইউনিয়নের বালুবাসা গ্রামের মো. মোসলেমের ছেলে। তিনি পার্শবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এস.ই.এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

এ ঘটনায় তাঁর বাম হাতের কব্জি এবং বাহুতে দা দিয়ে কুপানো হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ উল্লাহর দোকানে হামলার এ ঘটনা ঘটে।

এ সময় মুঠোফোনে মো. এরশাদ উল্লাহ জানান, শিক্ষক মহিউদ্দিন তার নিয়মিত ক্রেতা। গাজী ট্যাংক এর ব্যাপারে আলাপ করার এক পর্যায়ে একজন চিহ্নিত বখাটে অতর্কিতভাবে দা দিয়ে শিক্ষক মহিউদ্দিনকে দুটি কূপ দিয়ে পালিয়ে যায়। একটি তাঁর বাম হাতের বাহুতে এবং অন্যটি একই হাতের কব্জিতে প্রচন্ডভাবে আঘাত হানে। তখন ঘটনাস্থল রক্তাক্ত হয়ে যায়। সাথে সাথে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এ হামলা চালায়।

অপর একটি সূত্র জানান, আহত শিক্ষকের উপর হামলার ঘটনায় স্থানীয় গর্জনিয়া বাজারে একটি মানববন্ধন করেন স্বজনরা।

Exit mobile version