‘গাছ বেঁচে থাকার অক্সিজেন’


প্রতিটা গাছ বেঁচে থাকার অক্সিজেন ফ্যাক্টরি বলে মন্তব্যে করেছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: সামছুল্লাহ হক। তিনি বলেন, জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য শুধু বন বিভাগ নয়, অন্যান্য সব শ্রেণি-পেশার লোকদের সচেতন করতে হবে এবং এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
রবিবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা রেইছা উচ্চ বিদ্যালয় কক্ষে অরন্যেক ফাউন্ডেশন উদ্যেগে আন্তর্জাতিক বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে অরন্যেক ফাউন্ডেশন প্রকল্প কর্মকর্তা মংহলা চিং সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কর্মকর্তা সামছুল্লাহ হক।
বক্তারা বলেন, প্রাকৃতিক বনাঞ্চল টিকিয়ে রাখতে হলে চারিপাশে গাছ লাগাতে হবে। গাছের প্রতি অত্যাচার না করে প্রকৃতিকে আরো সম্প্রসারণ করতে হবে। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে জীববৈচিত্র্য হুমকির সন্মুখীন।
এসময় অরন্যেক ফাউন্ডেশনে প্রজেক্ট ম্যনেজার মো: কামরুল ইসলাম, রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মারমা, ইউপি সদস্য গংবুসে মারমাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।