গাজায় গণহত্যার প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা ও বর্রবর হামলার প্রতিবাদে কক্সবাজারের কুতুবদিয়ায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার বিকাল ৩টার দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে এসে উপজেলা গেইট থেকে কয়েক’শ ছাত্র-জনতা ব্যানার, ফিলিস্তিনের বিশাল পতাকা, ফেস্টুনসহ একটি মিছিল বের করে লামার বাজার,বড়ঘোপ বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশ করে।এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও: নুরুল আমিন, মাও, নুরুল কাদের, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান আকবর খান, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি কাজী তাহমিদ, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক মাহমুদুল করিম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা ফিলিস্তিনে ইসরাইল কৃর্তক গণহত্যা বন্ধের দাবি জানান। এছাড়া ইসরাইলী সমর্থক যাবতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তারা।