parbattanews

গায়েবী মামলার ঘানি টানছেন অসুস্থ্য বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি:

পরনে ময়লা লুঙ্গি ও শার্ট। শীত নিবারনের জন্য কাঁধে তোয়ালে। নেই পায়ে স্যান্ডল। একটি গাছের সাথে পিট লাগিয়ে দিয়ে জোরে জোরে নিশ্বাস নিচ্ছিলেন।

পাশে গিয়ে কথা বলে জানা যায়, তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রত্যন্ত গ্রাম কম্বনিয়া থেকে এসেছেন। নাম আবদুল মজিদ। বয়স সত্তর পার হয়েছে। জেলা শহরে এসেছেন আদালতে মামলার হাজিরা দিতে।

খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনের পূর্বে রাজনৈতিক একটি মামলায় তাকে জড়ানো হয়েছে। তবে মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।

বড় নিশ্বাস নিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, বান্দরবানে মামলার হাজিরা দিতে অন্তত ৫শ’ টাকার প্রয়োজন। যেটি পরিবারের ভরণ-পোষণের পাশাপাশি বাড়তি খরচ। এভাবে মামলাটি কতকাল চলবে তিনি জানেন না। শারীরিকভাবে অসুস্থতার জন্য চলাফেরা করতে হিমশিম খাচ্ছেন তিনি। বৃদ্ধ এই ব্যক্তির দৃশ্যটি আদালত চত্বরে অনেক ব্যক্তির নজর আসে।

Exit mobile version