গুইমারাতে অসহায় দুস্থদের মাঝে বস্ত্র ও ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ
গুইমারা প্রতিনিধি॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির গুইমারাতে অসহায় দুস্থদের মাঝে বস্ত্র ও ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করেছে গুইমারা উপজেলা অটোরিক্সা ও সিএনজি চালক সমিতি।
আজ বিকেলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
চালক সমিতির সভাপতি মোঃ ফোরকান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মীর, জালিয়াপাড়া বেকার কল্যান সমিতির সভাপতি সুবেদ আল মামুন, অটোরিক্সা ও সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ওহাব ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া করা হয়।