parbattanews

গুইমারাতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

গুইমারা প্রতিনিধি:

গুইমারাতে ভগবান শ্রী কৃষ্ণের মুকুট মাথায় দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

সোমবার(১৪ আগস্ট) বিকাল ৩টার সময় শ্রী শ্রী হরি মন্দিরের সামনে থেকে বিশ্বের শান্তি কামনায় শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌদুরী । পরে শোভাযাত্রাটি গুইমারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী কালী মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান মেমংমারমা, গুইমারা কালিবাড়ি মন্দির কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শিবু প্রসাদ ঘোষ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জনার্দন, মন্দির কমিটির ব্যক্তিবর্গ সহ গুইমারা হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষের  অংশগ্রহণের  মধ্য দিয়ে বিশ্বের শান্তি কামনা করা হয়।

এর আগে সকাল থেকে নারী ও পুরুষ ভক্তদের ব্যাপক উপস্থিতিতে চণ্ডী পাঠ, গীতা পাঠ, শ্রীকৃষ্ণ নাম জপ অনুষ্ঠিত হয় গুইমারা শ্রী শ্রী হরি মন্দির, কালী মন্দিরে।

Exit mobile version