parbattanews

গুইমারাতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে পুলিশের ওপেন হাউজ ডে

Capture

নিজস্ব প্রতিনিধি:

পুলিশই জনতা, জনতাই পুলিশ, এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে প্রথম বারের মত স্কুল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। রবিবার সকালে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবগঠিত গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, সহকারী পুলিশ সুপার ও রামগড় সার্কেলের এএসপি কাজী মো. হুমায়ন রশিদ, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা, গুইমারা কলেজের কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল প্রমূখ।

বক্তারা ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনে বিশেষ আলোচনা করেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে যে কোন সমস্যা প্রশাসনকে অবহিত করাসহ অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতার আহবান জানান বক্তারা।

পরে গুইমারা থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন প্রধান অতিথি।

Exit mobile version