গুইমারায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৯ দোকান


খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসমাইল মার্কেটের অন্তত ১৯টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটে ৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে রামগড় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচার ও কনফেকশনারি ইত্যাদি। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস এবং দোকান মালিকদের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এদিকে পাহাড়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গভীর রাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে শুধু দুর্ঘটনা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত বলেও সন্দেহ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

















