গুইমারায় যৌথবাহিনীর অভিযান অস্ত্রসহ জনসংহতি সমিতির ২ কর্মী আটক

fec-image

জেলার গুইমারায় যৌথবাহিনীর অভিযানে জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের দুই কর্মীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার ডাক্তারটিলা এলাকায় চাঁদাবাজির সময় তাদের আটক করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, বুধবার রাত আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া ক্যাম্পের টহলদল গুইমারা থানার পুলিশকে সাথে নিয়ে উপজেলার ডাক্তারটিলা এলাকায় পৌছায়। সেখানে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজিকালে রুবেল ত্রিপুরা ওরফে জসিম (২০) ও মনজুর আলম (২১) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি, ৭ রাউন্ড কার্তুজ এবং মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
তারা প্রত্যেকেই গুইমারা উপজেলার ফেরকুমা কার্বারিপাড়া ও কলাবাড়ি এলাকার বাসিন্দা।
গুইমারা থানার ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, আটককৃতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় কর্মী। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন