parbattanews

গুইমারায় অভিনব কায়দায় চোলাই মদ পাচার কালে পুলিশের হাতে আটক

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় অভিনব কায়দায় দেশীয় তৈরি চোলাই মদ পাচার কালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

রবিবার(২২এপ্রিল) বিকালে গুইমারা লুন্ধ্যাক্কাপাড়া বটতলা থেকে সন্দেহ পূর্বক আটক করা হয় তাকে। আটকের পর তল্লাশী করে  ২৬ লিটার মদ উদ্ধার হয় তার কাঁধে থাকা পাতিলের ভিতর থেকে।

পুলিশের তথ্যমতে আটককৃত ব্যক্তি হবিগঞ্জ চুনারোঘাটের নরপতি ফুলবাড়ির মৃত আকবর আলীর ছেলে হাফিজুল্ল্যাহ খোকন (৫০)। তার বর্তমান ঠিকানা কুমিল্লা নাঙ্গলকোর্ট গোত্রশালে।

আটককৃত হাফিজুল্ল্যাহ কুমিল্লা থেকে ছোট মাছের রেনু পোনা পাতিলে করে নিয়ে এসে গুইমারার প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে। যাওয়ার সময়ে পাতিল ভরে দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে কুমিল্লায় বিক্রি করে। এতে সে অনেক লাভবান বলে জানায়।

এবিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. গেয়াসউদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতের বিষয়ে গুইমারা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিষয়ে কোন রকম ছাড় নেই। মাদকের বিষয়ে আমি সবসময় জিরো ট্রলারেন্সে অবস্থান করি। তিনি আরও বলেন, মাদক বিক্রেতা এবং সেবন কারীগণ অবশ্যই সংশোধনে আসবে, না হয় তাদের ঠিকানা হবে জেলখানা।

Exit mobile version