parbattanews

গুইমারায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর নগদ আর্থিক সহায়তা ও টিন বিতরণ

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধায়নে সিন্দুকছড়ি জোন নিয়মিত বিভিন্ন জন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিন্দুকছড়ি জোন সদরে গরিব অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নগদ টাকা,ঘরের জন্য টিন বিতরণকালে সেনাবাহিনীর ১৪ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো. কাওসার জাহান পিএসসি জি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান, গরিব ছাত্র ছাত্রীদের মাঝে সহায়তাসহ ও র্আথ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে বাংলাদেশ সেনাবাহিনী।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরার্মশ দিয়ে তিনি বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এসময় গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জোনায়েত বিন কবির জি সহ জোনের দায়িত্বরত সেনা র্কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version