গুইমারায় আমের চারা বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় প্রান্তিক ২০০ কৃষকের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্কুল মাঠে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণকালে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা কৃষি অফিসার অঙ্কার বিশ্বাস, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জন প্রতি ২৫টি করে উপজেলার ২০০ প্রান্তিক কৃষকদের মাঝে এসব ফলজ চারা বিতরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: আমের চারা, গুইমারা
Facebook Comment