parbattanews

গুইমারায় ক্ষতিগ্রস্ত আনারস চাষীর পাশে দাঁড়িয়েছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী

সম্প্রতি গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার অজপাড়ার আনারস চাষী ডালিম খাঁ’র পাকা আনারস বাগান কেটে সাবাড় করে দিয়েছিল দুর্বৃত্তরা! ফলে ওই ক্ষতিগ্রস্ত চাষীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী।

সোমবার (১ জুন) দুপুর ১২টায় গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার আনারস চাষী হাতিমুড়ার মো. ইউনুছ খাঁ’র ছেলে ডালিম খাঁ’র ক্ষতিগ্রস্তের জমিতে গিয়ে চাষীর হাতে নগদ অর্থ তুলে দেন গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির ও মানিকছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল আহমেদ শুভ, বিএসপি।

এ সময় ক্ষতিগ্রস্ত কৃষক মো. ডালিম খাঁ উপস্থিত থেকে নগদ অর্থ গ্রহণ করেন।

উল্লেখ্য যে, সম্প্রতি ডালিম খাঁ’র সৃজিত ৩০শতক জমির পাকা আনারস বাগান কেটে সাবাড় করে দেয় উপজাতি দুর্বৃত্তরা! অভিযোগ রয়েছে আনারস চাষাবাদে সন্ত্রাসী গোষ্ঠীর চাহিদা মাফিক বাৎসরিক চাঁদা পরিশোধ না করায় সৃজিত আনারস বাগানে ধ্বংসযজ্ঞ চালাতে দেরী করেনি সন্ত্রাসীরা! সন্ত্রাসীদের নির্মম তাণ্ডবে কৃষক ডালিমের প্রায় ২লক্ষ টাকার আনারস ক্ষতি হয়েছিল।

যার ফলে সিন্দুকছড়ি সেনাবাহিনীর সদস্যরা ১ জুন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে হাজির হন।

Exit mobile version