গুইমারায় গুলি বর্ষণ ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে ইউপিডিএফ সদস্যরা

fec-image

খাগড়াছড়িতে অংথই মারমা ওরফে আগুন হত্যার প্রতিবাদে ইউপিডিএফ প্রসীত-গ্রুপের ডাকা আধাবেলা সড়ক অবরোধ শেষে আবারও গুলি বর্ষণ ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইউপিডিএফের সদস্যরা।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার সময় অবরোধ শেয়ের গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুল পাড়ায় এলাকায় ১৫-১৬ জন ইউপিডিএফের সদস্য মোটরসাইকেলকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি বর্ষণ করে । এসময় ২ টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা।

জানা যায়, একটি মোটরসাইকেলের মালিক মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আনোয়ার হোসেন ও অপটির মালিক গুইমারা উপজেলার বুদং পাড়ার আমির হোসেন ।

গুইমারা থানার ওসি জানান, গুলির শব্দ শুনে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবন্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গুইমারার দেওয়ান পাড়া এলাকার মিশন টিলা থেকে অংথোয়াই মারমা ওরফে আগুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের দায়ী করে নিহত আগুনকে নিজেদের নেতা দাবি করেন প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ সঙগঠনটি। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ইউপিডিএফের সমর্থকরা শুক্রবার দুপুরে রামগড় ও গুইমারা সড়কে ট্রাকে আগুন দেয় এবং শনিবার সকালে সড়ক অবরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নীতিনির্ধারকরা। অবরোধ শেষেও তারা নাশকতা করছে বলে জানান স্থানীয়রা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগুন, ইউপিডিএফ, গুইমারা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন