গুইমারায় ছিনতাইকৃত বাস উদ্ধার, গ্রেফতার ১

fec-image

খাগড়াছড়ির গুইমারায় ছিনতাই হওয়া বাস উদ্ধার করা হয়েছে। এসময় ছিনতাইকারীর এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) জেলা পুলিশ সুপার মুক্তা ধরের দিক-নির্দেশনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব করের তত্ত্বাবধানে পুলিশের চৌকস দলের তৎপরতায় ছিনতাইকৃত ইকোনো সার্ভিস বাস গাড়ি, যার রেজি. নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬১৮৫ উদ্ধারসহ ছিনতাই এর মূলহোতা মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দক্ষিণ আচলন পাড়া এলাকার মৃত জুলফু মিয়া এর ছেলে মো. জামাল হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাদী মো. হক মিয়া (৩৬) জানায় সে ছিনতাই হওয়া ইকোনো সার্ভিস বাসের ড্রাইভার। গত ৫ অক্টোবর গাড়িটিকে ঢাকা থেকে খাগড়াছড়িতে নিয়ে এসে চেঙ্গী স্কয়ারের পশ্চিম পাশে খাগড়াছড়ি টু ঢাকা সড়কের উপর পার্কিং করে রেখে চেঙ্গী বোর্ডিং এ বিশ্রাম নিতে যায়। অতপর একটি গাড়ির সিরিয়াল অফ থাকায় হেলপার মো. নয়ন (২২) ও ক্লিনার মো. হাসান (১৫) এর উপর অর্পিত করে পুনরায় বিশ্রামে যান।

অতপর ৭ অক্টোবর রাত অনুমানিক ২.২৩ মিনিটে গাড়ির সুপারভাইজার আলী আহম্মেদ বাদীকে ফোন করে বলে, রাত আনুমানিক ২.১০ মিনিটে আসামী মো. জামাল হোসেন ও অজ্ঞাতনামা ব্যক্তিগণের সমন্বয়ে জেলার সদর থানাধীন চেঙ্গী স্কয়ারের পশ্চিম পাশে খাগড়াছড়ি-ঢাকা সড়কের উপর থেকে হেলপার নয়ন এবং ক্লিনার মো. হাসানকে গাড়ির জানালার গ্লাস ভেঙ্গে জোরপূর্বক গাড়িতে ডুকে মারধর করে এবং প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তার নিকট থাকা অবিকল চাবি দিয়ে গাড়ি চালু করে ছিনতাই করে ঢাকার দিকে নিয়ে যায়।

ঘটনা সংগঠিত হওয়ার পরে গাড়ির হেলপার ও ক্লিনার নিজেদের প্রাণ বাঁচাতে আলুটিলা অতিক্রম করা কালীন জানালা দিয়ে লাফ দেয় এবং পুরো ঘটনাটি সুপারভাইজার মো. আলী আহম্মেদ সোহাগকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় এবং সুপারভাইজার ঘটনাটি ঐ গাড়ির ড্রাইভার বাদী মো. হক মিয়াকে জানালে তিনি পুলিশসহ গাড়ি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অবগত করেন।

পুলিশ সংবাদ প্রাপ্তির সাথে সাথে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার বিষয়টি খাগড়াছড়ি পুলিশ কন্ট্রোল থেকে খাগড়াছড়ি জেলার ঢাকা সড়কগামী সকল চেকপোস্টকে সতর্ক থেকে চেকপোস্ট জোরদার করে ছিনতাই হওয়া গাড়াটি উদ্ধারের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ছিনতাইকৃত গাড়িতে থাকা দুস্কৃতিকারী বেপরোয়াভাবে গাড়ি চালালে প্রথমে জিরো মাইল পরবর্তীতে মাটিরাঙ্গা থানা পুলিশসহ রাস্তায় থাকা লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে গুইমারা থানা পুলিশের চেষ্টায় রাত ২.৫৫ মিনিটে জালিয়াপড়া চৌরাস্তার মোড়ে ডিউটিরত পুলিশ ছিনতাই কৃত গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারী জালিয়াপাড়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার ভ্যান যাহার রেজি. নং-চট্র মেট্রো-ট- ১১-৮০৭২ কে সজোড়ে ধাক্কা মেরে ব্যপক ক্ষতি সাধন করে এবং সাথে সাথে ছিনতাইকৃত বাসটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে জালিয়াপাড়া মোড়ে উপস্থিত লোকজনের সহায়তায় ছিনতাইকৃত গাড়ির চালকের আসন হতে সামান্য আঘাত প্রাপ্ত অবস্থায় আসামি মো. জামাল হোসেনকে আটকসহ তার হেফাজতে থাকা ছিনতাইকৃত গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা উদঘাটনপূর্বক তাদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুইমারা, গ্রেফতার, ছিনতাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন