parbattanews

গুইমারায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

মঙ্গলবার (১৮ জুন) উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়

খাগড়াছড়ি জেলার গুইমারায় দিনব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক (অঃ দাঃ) মুহাম্মদ আবুল হাশেম ।

তিনি বলেন, স্থানীয় সরকার খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক (অঃ দাঃ) মুহাম্মদ আবুল হাশেম বলেন, “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় “আমার গ্রাম আমার শহর” আদর্শকে ধারণা করে প্রতিটি জেলা/উপজেলায় ” স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন-ই প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য।

এ সময় তিনি এসডিজি বাস্তবায়ন কল্পে সরকারের যে কোন গৃহীত পদক্ষেপে সার্বিক সহযোগিতায় সকলকে সচেতন থাকার আহবান জানান।

কর্মশালার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের নির্ধারিত লক্ষ্যমাত্রা ও সূচক সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করেন। এরপর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন লক্ষ্যমাত্রা ও সুচকের উপর গ্রুপ ভিত্তিক মতামতের মাধ্যমে লক্ষ্যমাত্রা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সম্ভাবনা , বাধা, করণীয় নির্ধারনের উপর প্রস্তাবসহ স্ব স্ব গ্রুপের লিডারগন সকলের সামনে প্রজেক্টরের মাধ্যমে তাদের নিজেদের প্রচেষ্টায় তৈরিকৃত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ করেন।

অন্যান্যের মধে লক্ষীছড়ি উপজেলা র্নিবাহী কর্মকর্তা জাহিদ ইকবাল, কর্মশালার বিশেষ অতিথি গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা , থানা অফিসার ইনর্চাজ বিদ্যুত কুমার বড়ুয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমাসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Exit mobile version