গুইমারায় দুর্বৃত্তদের দেয়া আগুনে বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর খামার ঘর পুড়ে ছাই : আটক ২

fec-image

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ষাটঘর গ্রামে ২৮জানুয়ারি দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গরিব অসহায় বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে

এছাড়াও দুর্বৃত্তরা তার বাগানের বেশ কিছু ফলজ গাছ কেটে ফেলেছে মর্মে শাহাজাহান মুসল্লীর ছেলে বনি আমিন বাদী হয়ে চারজনকে আসামি করে গুইমারা থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার পর গুইমারার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তপুর্বক ঘটনার সাথে জড়িত স্থানীয় মোকলেছ মিয়া ও জাকির হোসেন নামে দুজনকে আটক করে রবিবার দুপুরে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করেছেন।আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে অসহায় ওই পরিবারের এমন ধারনা করছেন স্থানীয়রা। তবে পরিবারের দাবি আরও বেশী।

এর আগে মোকলেচসহ চারজন মিলে বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর ছোট ছেলেকে ট্রলি চালক বনি আমিণকে জালিয়াপাড়া বাজারে বেশ মারধর করার অভিযোগ রয়েছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গুইমারা থানার চারজন আসামির মধ্যে দুজন আটক হয়েছে। তাদের খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ২ (৩০ জানুয়ারি)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, গুইমারা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন