গুইমারায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ


খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র, দুস্থ ও করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার(২০ এপ্রিল) দিনব্যাপী গুইমারায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এর সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় ৯৩টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ লোকমান হোসেন, সাংবাদিক সাইফুর রহমানসহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক দুরত্ব বজায় রেখে খাগড়াছড়ির সকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।