গুইমারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গত ৫ সেপ্টেম্বর উপজেলার তিনটি ইউনিয়ন ৩ দল নিয়ে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গুইমারা মডেল হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে খেলোয়াদের মাঝে ট্রফি তুলে দেন। খেলায় গুইমারা ইউপি একাদশ একমাত্র গোলে হাফছড়ি ইউপি একাদশকে হারিয়ে চ্যাস্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা সাবজোন কমান্ডার মেজর নাজিউর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্রীড়ামোধী দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।