গুইমারায় বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


খাগড়াছড়ির গুইমারায় বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকালে দিবসটি পালনের নানা আয়োজন করে উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করেন নেতাকর্মীরা। পরে বিকালে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ইউছুফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম সহ সভাপতি এস এম মিলন, যুগ্ম সম্পাদক নবী হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: গুইমারায়, প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপির
Facebook Comment